আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বিরোধীদল বিএনপিকে দমাতে সরকারী দলের দমন পিড়ন হামলা, মামলা ধরপাকড়ের প্রতিবাদে শনিবার আগৈলঝাড়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ সমবেশ পালন করে।
সকাল ১০টায় উপজেলা সদরে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক এস.এম আফজাল হোসেনের নেতৃত্বে সমাবেশে সংক্ষিপ্ত বিব্রীতি, দলীয় নেতা কবির হোসেন তালুকদার, মাহাবাবুল ইসলাম, আনোয়ার মোল্লা, আলি হোসেন স্বপন ভূইয়া নাসির উদ্দিন ফকির, বাহা উদ্দিন মুন্সি, আবুল কালম মোল্লা। সল্প পরিসরে বিরোধী দলের এ কর্মসূচী পুলিশি বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনেই সমাপ্ত হয়।