নিজস্ব সংবাদদাতাঃ নগরীর সদর রোডস্থ ব্রাহ্ম সমাজের কেয়ার টেকার মহাদেব দাসকে হুমকী প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী কুসুম রানী দাস কেও হুমকী দেয়া হয়। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
জানা গেছে, ব্রাহ্ম সমাজের অবৈধ দখলদার সৈয়দ জাহাঙ্গীর হোসেনের সহযোগীতায় উড়ে এসে জুড়ে বসেছেন মোঃ নান্না ও তার শ্যালক। ব্রাহ্ম সমাজের নিয়মকানুন কে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে অনিয়ম করে চলছেন তারা। এ নিয়ে বিভিন্ন সময়ে কেয়ার টেকার মহাদেব ও কুসুম রানী প্রতিবাদ করছে। আর এ কারনেই মহাদেবকে হুমকি দিয়ে আসছে অবৈধ দখলদাররা।
প্রসঙ্গত, ব্রহ্ম সমাজের বর্তমান কমিটি নিস্ক্রিয় থাকায় দখলদারদের অপতৎপরতা বেড়ে চলছে।