বরিশাল সংবাদদাতাঃ বরিশাল সিটি কর্পোরেশনের বাস্তবায়নে নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৯৪ জন নারীর মাঝে ৯৪টি সেলাই মেশিন বিতরণ করেছেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। গতকাল বিকেলে নগরীর ২৬নং ওয়ার্ডের কালিজিরা ব্রিজ সংলগ্ন বাজার এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে বক্তৃতাকালে মেয়র হিরন বলেন, সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা সাবলম্বি হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। অনুষ্ঠানে কমল ব্যানার্জি, শারমিন আক্তার, ইয়াসমিন আক্তার সামু, শিরিনা আক্তার, শিল্পী বিশ্বাস সহ অন্যরা বক্তব্য রাখেন।