মাহ্ফুজ ইসলাম শিপ্ল, দাউদকান্দি ॥ আজ সোমবার মেঘনা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরীব দুঃস্থ মহিলা ও পুরুষদের মধ্যে ২ হাজার পিচ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি। এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, আলহাজ্ব রতন সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হালিমা আক্তার, চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার।
অপরদিকে গত রবিবার দাউদকান্দি উপজেলার পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নের গরীব দুস্থদের মাঝে ৬ হাজার পিছ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ পারুল আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল নাছের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, ড. আব্দুল মান্নান জয়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম সরকার, সাধারণ সম্পাদক এডঃ আহসান হাবিব চৌধুরী প্রমূখ।