বরিশালে ছিনতাইয়ের অভিযোগে মেডিকেল কলেজ ছাত্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ মটরসাইকেল ছিনতাই-এর চেষ্টার অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র আ.ন.ম হামদ তানভীরকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রবিবার রাতে নগরীর রূপাতলী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভাড়ায়চালিত মটরসাইকেল চালক মোঃ সেলিম আহম্মেদ জানান, উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার দৃষ্টিনন্ধন বায়তুল আমান জামে মসজিদে ঘুরতে যাওয়ার কথা বলে তার মটরসাইকেল ভাড়া করে মেডিকেল কলেজের ছাত্র তানভীর। রবিবার দুপুর আড়াই টার দিকে তারা (তারভীর ও চালক সেলিম) মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। রাতে গুঠিয়া থেকে নগরীতে ফেরার পথে পিছনে বসে থাকা তানভীর তার (সেলিমের) চোখে মরিচের গুড়ো দেয়ার চেষ্টা করে। তিনি (সেলিম) বিষয়টি বুঝতে পেয়ে মটরসাইকেলের গতি বাড়িয়ে দেয়। এসময় তানভীর মটরসাইকেল থামানোর চেষ্টা করলেও সে (সেলিম) দ্রুত গতিতে চালিয়ে রূপাতলী বাসষ্ট্যান্ডে আসতে সক্ষম হন। পরে স্থানীয়দের কাছে বিষয়টি জানালে তানভিরকে স্থানীয়রা গণধোলাই দেয়। পরে তার (তানভীরের) দেহ তল্লাশী করে মরিচের গুড়ো, চেতনানাশক ইন্জকশন ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।