নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ সোমবার ভোররাতে অভিযান চালিয়ে বেজগাতি ও কটকস্থল গ্রাম থেকে ৬৯ বোতল ফেনসিডিলসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর চারটার দিকে থানা পুলিশ বেজগাতি গ্রামের তৈয়ব আলী সরদারের পুত্র মাদক বিক্রেতা নবীন সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় যশোর থেকে শরীরের বিভিন্ন অংশে বিশেষভাবে ফেনসিডিল বহনকারী যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের মিজান বিশ্বাসের পুত্র হাচান আলী বিশ্বাস (২৯), একই উপজেলার বাকডাঙ্গা গ্রামের মৃত আহসান উল্লাহ সরদারের পুত্র রাজ্জাক মোল্লাকে (৩০) ও নবীন সরদারকে ৩৯ বোতল ফেনসিডিলসহ পুলিশ গ্রেফতার করে।
অপরদিকে সোমবার সকাল ৬টার দিকে উপজেলার কটকস্থল-বাউরগাতি সড়ক দিয়ে ফেনসিডিল পাচারের সময় স্থানীয়রা ফেনসিডিল ব্যবসায়ীদের ধাওয়া করে। এসময় ব্যবসায়ীরা ৩০ বোতল ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়। উভয় ঘটনায় মাদকদ্রব্য আইনে গৌরনদী থানায় পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।