নিজস্ব সংবাদদাতা ॥ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগে পাশের হার শতকরা ৯৯ দশমিক ৫ ভাগ। উত্তীর্ন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫’শ ৯২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২ হাজার ৫১ জন ছাত্র ও ২ হাজার ৫’শ ৪১ জন ছাত্রী।
বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি পরিচালক ফরহাদ হোসেন জানান, এ বছর ১ লাখ ৩৬ হাজার ৩ ’শ ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছিলো। এরমধ্যে ৬১ হাজার ৭’শ ৩৫ জন ছাত্র ও ৭৪ হাজার ৬’শ ২৭ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে পাশ করেছে ৬১ হাজার ১’শ ৭৬ জন এবং ছাত্রীদের মধ্যে পাশ করেছে ৭৩ হাজার ৯’শ ৬৪জন। মোট পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১’শ ৪০ জন।