গৌরনদী সংবাদদাতা ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে বরিশালের আগৈলঝাড়ার সন্তান মিন্টু লাল দাসকে মনোনীত করায় সরকারি গৌরনদী কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ছাত্রলীগ নেতা সুমন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ছাত্রলীগ নেতা মিন্টু লাল দাস। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা অনিক। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ নেতা রাজিব মিয়া, তুফান ফকির, সুজন হাওলাদার, আতিক মিয়া, মিলন তালুকদার, আলতাফ বেপারী, রিয়াদ, মিজানুর রহমান, আল-আমিন, শাওন প্রমুখ।