এম.মিরাজ হোসাইন, বরিশাল ॥ প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় দেশের মধ্যে পাশের হার বরিশাল বিভাগ প্রথম। প্রাথমিক ও ইবতেদায়ী দুই সংস্ককরনেই বরিশাল বিভাগে পাশের হার বেশী। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাশের হার ৯৯ দশমিক ০৫ ভাগ। ইবতেদায়ীতে পাশের হার ৯৪ দশমিক ৬৫ ভাগ।
প্রাথমিকে উর্ত্তীর্ন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৯২ জন। এদের মধ্যে ছেলে ২ হাজার ৫১ জন এবং মেয়ে ২ হাজার ৫৪১ জন।
ইবতেদায়ীতে উর্ত্তীর্ন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। এদের মধ্যে ছেলে ৯৮ জন এবং মেয়ে ২৩ জন।
প্রাথমিকে এ বছর ১ লাখ ৩৬ হাজার ৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৬১ হাজার ৭৩৫ জন এবং মেয়ে ৭৪ হাজার ৬২৭ জন। ছেলেদের মধ্যে পাশ করেছে ৬১ হাজার ১৭৬ জন এবং মেয়েদের মধ্যে পাশ করেছে ৭৩ হাজার ৯৬৪জন। মোট পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা ১লাখ ৩৫ হাজার ১৪০ জন ।
ইবতেদায়ীতে ২৪ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ১০ হাজার ৫৩১ জন এবং মেয়ে ১৪ হাজার ১৩৪ জন। ছেলেদের মধ্যে পাশ করেছে ১০ হাজার ১৮০ জন এবং মেয়েদের মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৪৫৫ জন। মোট পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৬৬৫ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়,এ বছর বরিশাল বিভাগের ৬ জেলায় ১ লাখ ৩৬ হাজার ৩ শ’৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৬১ হাজার ৭শ’ ৩৫ জন এবং মেয়ে ৭৪ হাজার ৬শ’ ২৭ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ১শ’ ৭৬ জন এবং মেয়েদের মধ্যে পাস করেছে ৭৩ হাজার ৯শ’ ৬৪জন। মোট পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১শ’ ৪০ জন বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফারুক।