সদর হাসপাতাল মসজিদের বহুতল ভবন নির্মাণ উদ্বোধন করলেন মেয়র হিরণ

বরিশাল সংবাদদাতাঃ বিসিসি মেয়র এ্যাড. শওকত হোসেন হিরন গতকাল বেলা ১১টায় বরিশাল জেনারেল হাসপাতালের বহুতল বিশিষ্ট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। হাসপাতালের সমস্যাবলীর মধ্যে পানির পাম্প তড়িৎ গতিতে চালু করার জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ এবং নাক, কান, গলা বিভাগের ডাক্তারের পদ না থাকায় ডেপুটেশনে শেবাচিম হাসপাতাল থেকে সপ্তাহে দু’দিন নাক, কান, গলা বিভাগরে ডাক্তারের জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা দেয়ারও জন্য শেবাচিম পরিচালকে মোবাইলে নির্দেশ দেয়। হাসপাতালের পক্ষ থেকে আরএমও সিটি কর্পোরেশনের পানির লাইন থেকে সংযোগ দিয়ে জরুরি পানির সমস্যা সমাধানের অনুরোধ করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেনারেল হাসপাতালের আরএমও ডা. একেএম শামছউদ্দিন, জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেম মাও. মো. জাকির হোসেন, ওয়ার্ড কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটু, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু, আলহাজ আলতাফ হোসেন তালুকদার, আলহাজ আহম্মেদ মিয়া, আনোয়ার হোসেন, এ্যাড. মো. মজিবর রহমান, শরফুদ্দিন মোহাম্মদ বাবু সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন।