বরিশাল সংবাদদাতাঃ যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে জেলা পর্যায়ে স্কুল কলেজ শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল সকালে সরকারি হাতেম আলী বিজ্ঞান বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নাটাব সভাপতি এ্যাড. একেএম শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি হাতেম আলী কলেজ অধ্যক্ষ মো. ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচন ছিলেন, ডা. মো. মোখলেছুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন, নাটাব সহ-সভাপতি হোসনেয়ারা পারভীন। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে বক্তারা বলেন, প্রতি বছর ৬০ থেকে ৬৫ হাজার লোক যক্ষ্মা রোগে মৃত্যুবরণ করেন। আর একজন যক্ষ্মা রোগীর মাধ্যমে ১০ জন আক্রান্ত হচ্ছে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিজলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক রশিদ হাওলাদার, হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দিন খান, নূরই ইসলাম খান, হযরত আলী ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক মো. আ. বাসেত মিয়া বাকেরগঞ্জ, ঝালকাঠী সরকারি মহিলা কলেজের অধ্যাপক মনিরুজ্জামান শাহিন। মতবিনিময় সভা নাটাব বরিশাল জেলার আয়োজনে অনুষ্ঠিত হয়।