বরিশাল সংবাদদাতাঃ বরিশাল বিএনপির পৃথক পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে সরোয়ার গ্রুপ এবং বিকালে কামাল গ্রুপের নেতাকর্মীরা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। গতকাল সকাল ১১টায় মহানগর বিএনপির ব্যানারে সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহীনের সভাপতিত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপি নেতা আবুল কালাম শাহীন, জিয়াউল সিকদার জিয়া, মেহেদী হাসান সোহেল, চুন্নু মৃধা, ফিরোজ খান কালু সহ অন্যরা। সকাল ১১টায় শুরু হওয়া ঐ মিছিলে নেতৃত্ব দেন এমপি সরোয়ার।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে বিকাল ৩টায় জেলা বিএনপির ব্যানারে জেলা সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে নগরের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলার অন্যতম নেতা রাজা হারুন, আকতারুজ্জামান শামীম, জিএম আতায়ে রাব্বি, আমিনুল ইসলাম লিপন, সাইফুল ইসলাম সুজন, তারেক আল ইমরান সহ প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।