বরিশাল সংবাদদাতাঃ বরিশালের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কর্মী-সমর্থকদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। গতকাল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিলের শেষে এমপি সরোয়ার নিজে মাইকে ঘোষণা করেন কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশ করতে। এরপর তিনি নিজেও দলীয় কার্যালয়ে প্রবেশ করে বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের বক্তৃতা দেয়অর ধরন, মিছিলে ক্যারাইটেরিয়া অবলম্বন, শ্লোগান দেয়া ও দলের নিয়ম কানুন নিয়ে প্রায় ২ ঘন্টা কর্মশালা করে এমপি সরোয়ার।
তিনি এ সময় তৃণমূলদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেতা তারেক রহমান এভাবে তৃণমূল কর্মী সম্মেলন করে দলের কর্মী সমর্থকদের একটি শৃঙ্খলার মধ্যে রাজনীতি শিখিয়েছিলেন। তাই বিএনপির নেতাকর্মীরা সকলেই ভদ্র ও সুষ্ঠু রাজনীতিমনা। তিনি বলেন, সকলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তারেক রহমানের সেই নীতি একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সফলতা। এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন, আবুল কালাম শাহীন প্রমুখ।
অন্যদিকে তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের ও ছাত্রদলের নেতাকর্মীরা। এদের মধ্যে আলাউদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান, চুন্নু মৃধা, ফিরোজ খান কালু উল্লেখযোগ্য। তবে এমপি সরোয়ারের এমন উদ্যোগে অনেক খুশি তৃণমূলরা। তাদের বক্তব্যে উঠে এসেছে এভাবে যদি গুরুজনদের কাছ থেকে শিক্ষা পাই তবে রাজনীতি থেকে আর কখনই ঝরে পড়বো না।