নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৯৩ দশমিক ১৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮’শ ৮৬ জন শিক্ষার্থী। বুধবার এ শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে একযোগে এ ফলাফল ঘোষণা করা হয়। দ্বিতীয়বারের মত দেশে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে ৮৫ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী ফরম পূরন করে। এরমধ্যে ৮২ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহন করেছিলো। এরমধ্যে পাস করেছে ৭৭ হাজার ২১৩ জন।
সেরা ১০ স্কুল
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সেরা ২০ টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। ওই প্রতিষ্ঠানের অর্জিত পয়েন্ট ৮৯ দশমিক ৩১৭। দ্বিতীয় সেরা হয়েছে বরিশাল জিলা স্কুল। ওই বিদ্যালয়ের অংশ নেয়া ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন। অর্জিত পয়েন্ট ৭৬ দশমিক ৪৩৬। তৃতীয় স্থানে থাকা নগরীর সরকারি বালিকা বিদ্যালয়ের অংশ নেয়া ৩৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন। অর্জিত পয়েন্ট ৭৫ দশমিক ৪০৩। চতুর্থ স্থানের সৃজনী বিদ্যানিকেতন থেকে অংশ নেয়া ৪৫ জন সকলে পাস করেছে। ওই প্রতিষ্ঠানের জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। অর্জিত পয়েন্ট ৭০ দশমিক ৫৩৭। পটুয়াখালী সরকারি জুবলী হাই স্কুল থেকে ২১৯ জনের মধ্যে পাস করেছে ২১৮ জন। ৫ম স্থানে থাকা ওই বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। অর্জিত পয়েন্ট ৬৯ দশমিক ১৫৯। ৬ষ্ট স্থানে থাকা ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। অর্জিত পয়েন্ট ৬৮ দশমিক ৭২১। খানপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৪ জন পাস করায় এর অবস্থান ৭ম। ওই বিদ্যালয়ের জিপিএ-৫ এর সংখ্যা ২২। অর্জিত পয়েন্ট ৬৭ দশমিক ০৬৯। ৮ম স্থানে থাকা দৌলতখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাস করেছে ৯১ জন। এখান থেকে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। অর্জিত পয়েন্ট ৬৬ দশমিক ৫২০। পটুয়াখালী সরকারি গার্লস স্কুলের এক পরীক্ষার্থী উত্তীর্ন হতে পারেনি। ৯মস্থানে থাকা ওই বিদ্যালয়ের পাস করেছে ২০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। অর্জিত পয়েন্ট ৬৬ দশমিক ৩৬৭। ১০ম স্থানে থাকা ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। অর্জিত পয়েন্ট ৬৫ দশমিক ২২৩।