নলছিটি প্রতিনিধিঃ নলছিটিতে একটি ভেটার আইডি কার্ড পাওয়ার জন্য দুই হাজার টাকা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটার আইডি কার্ডের জন্য উপজেলা নির্বাচন অফিসের নিয়েগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী শংকরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম এ ঘুষ দাবী করেন বলে সূত্র জানায়। নলছিটি বন্দরের পৌর কিন্ডার গার্টেন সড়কের আঃ হাফিজ তালুকদারের মেয়ে সনিয়া আক্তারের কাছে (আইডি কার্ড নং-১৯৯১৪২২৭৩০৪০০০০৩৩) কার্ডটি পাওয়ার জন্য এ ঘুষের টাকা দাবী করায় উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেন ভূক্তভোগী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১লা ফেব্র“য়ারী পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পনেরটি আইডি কার্ড তথ্য সংগ্রহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম ওই অফিস থেকে বুঝে নিয়েছেন। এ খবর জানার পর থেকে কার্ডের মালিক সনিয়া আক্তারের পিতা আঃ হাফিজ তালুকদার আইডি কার্ড চেয়ে আসছেন ওই শিক্ষকের কাছে। কিন্তু তিনি কার্ড না দিয়ে ঘুরাতে থাকে কার্ড গ্রহীতাকে। এভাবে কয়েদিন ঘোরাঘুরির পর কার্ড পেতে হলে দুই হাজার টাকা লাগবে বলে জানান, নজরুল ইসলাম। বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাচন কর্মকতৃাকে জানানোর পরও কোন ব্যাবস্থা না হওয়ায় এ ব্যাপারে গত ১২ডিসেম্বর নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন আঃ হাফিজ তালুকদার। ডায়েরি নম্বর-৫২৪। বিষয়টি জানতে তথ্য সংগ্রকারি শিক্ষক মোঃ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে ঘুষ দাবী অস্বীকার করে বলেন, “ আমি বরিশালে থাকি বিধায় সময়মত কার্ডটি দিতে পারিনি।