নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতার ৪০ বছরেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম ভূক্ত করা হয়নি মুক্তিযোদ্ধা সতীশ রায়ের। বিনা চিকিৎসায় অর্ধহারে-অনাহারে দিন কাটছে তার শিরোনামে দৈনিক শাহনামায় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর গত মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস উপজেলার কাঠিরা গ্রামে মুক্তিযোদ্ধা সতিশ রায়ের বাড়িতে যান। এ সময় সতিশ রায়ের অনুপস্থিতিতে তার মেয়ে শ্যামা রায়ের সাথে তার বাবার বিষয়ে কথা বলেন।
বুধবার মুক্তিযোদ্ধা সতিশ রায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তার সাথে দেখা করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ জীবনের করুন কাহিনী বর্ণনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস মুক্তিযোদ্ধা সতিশকে সমাজ সেবা অধিদপ্তরের ৫ হাজার টাকা আর্থিক সহযোগীতা, জেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদানের আশ্বাসসহ মুক্তিযোদ্ধা নামের তালিকায় তার নাম অর্ন্তভূক্তের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।