বানারীপাড়া প্রতিনিধিঃ পরিবার পরিকল্পনা কতৃক পরিচালিত বানারীপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের ক্লিনিকাল সার্ভিস বিপর্যয়ের মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গর্ভবতী মা ও নবযাতক শিশুদের নামে মাত্র সেবা চলছে। অধিকংশ ক্লিনিকে সরকারী সেবার নামে অতিরিক্ত টাকার বিনিময়ে সেবা নিতে হয়। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা ক্লিনিক গুলোতে দায়িত্ব প্রাপ্ত কেউই কর্ম স্থলে থাকে না।
উপজেলার ইলুহার ইউনিয়ন ক্লিনিকের জাহানারা লাইজুর (কাজল) স্বামী স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষাকতা এবং তার মেয়ে স্থানীয় স্কুলে পড়াশুনা করায় তিনি মাঝে মাঝে ক্লিনিকে থাকেন। তার বিরুদ্ধে স্থানীয়দের নানা অভিযোগ রয়েছে। অভিযোগে জানা গেছে সে বেশির ভাগ সরূপকাঠী মিয়ার হাটে ২টি প্রাইভেট ক্লিনিকে কাজ করেন এছাড়া সে স্যাটেলাইট ক্লিনিকে কখনো অশং গ্রহন করেন না।
এব্যপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দায়ের করেছে স্থানীয় জনগন। সেবা কার্যক্রমের অনান্য কর্মচারীদের সাথে যোগাযোগ করে জানা গেছে, গত অর্থ বছরে স্যাটেলাইট কার্যক্রম না করেও ইলুহারের জাহানারা লাইজু(কাজল)ভুয়া বিল বাউচার দাখিল করে।অনান্য কর্মচারীদের আপত্তির মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল বাউচার পাশ থেকে বিরত থাকেন। জাহানারা লাইজু (কাজল) সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে খেয়াল খুশি মত দীর্ঘ ১০বছর যাবত একই ক্লিনিকের দায়িত্বে থাকায়, সেবা নিতে আসা রোগীদের সাথে খারাপ ব্যবহার করছে। গরীব রোগীদের কাছ থেকে চিকিৎসার কথা বলে অতিরিক্ত টাকা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এব্যপারে উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ নাঈমা ইসলামের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তার মোবাইল বন্দ পাওয়া যায় । ভুক্তভোগী এলাকাবাসী ওই ঋডঠ’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার হস্থক্ষেপ কামনা করেছেন।