বরিশালে সাজানো মামলায় এসএসসি পরীক্ষার্থী কারাগারে

গৌরনদী সংবাদদাতা ॥ সাজানো মামলায় কারাভোগ করছে এক এসএসসি পরীক্ষার্থী। মামলার আগেরদিন ওই স্কুল ছাত্রকে গ্রেফতার করার বিষয়টি নিয়ে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার চরআগলি গ্রামে।

গৌরনদী প্রেসক্লাবে দেয়া গ্রেফতারকৃত স্কুল ছাত্র মেহেদী হাসানের (১৬) পিতা উপজেলার চরআগলি গ্রামের দিনমজুর সোহরাব হোসেন চৌকিদার অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন থেকে একই বাড়ির প্রভাবশালী গোলাম মোস্তফা চৌকিদারের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। এর জের ধরে গোলাম মোস্তফা বাদি হয়ে তার স্ত্রী ও তিন সন্তানের জননী নিলুফা বেগমকে (৪৫) অপহরন করার অভিযোগ এনে গত ২৬ ডিসেম্বর বাবুগঞ্জ থানায় তার পুত্র ও বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসপি পরীক্ষার্থী মেহেদী হাসানকে আসামি করে একটি অপহরন মামলা দায়ের করেন। এ ঘটনার আগেরদিন ২৫ ডিসেম্বর দুপুরে থানা পুলিশ নিজবাড়ি থেকে স্কুল ছাত্র মেহেদী হাসানকে গ্রেফতার করে।

অভিযোগে আরো জানা গেছে, গত ২৮ ডিসেম্বর দুপুরে স্থানীয়রা আগরপুর মিয়াবাড়ির সন্নিকটে নিলুফা বেগমকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সিহাব উদ্দিন ঘটনাস্থল থেকে নিলুফাকে আটক করে। ওইদিনই নিলুফাকে বাবুগঞ্জ থানায় সোর্পদ করা হয়। রহস্যজনক কারনে পুলিশ নিলুফাকে ছেড়ে দেয়। দিনমজুর সোহরাব হোসেন সাজানো মামলা থেকে তার এসএসসি পরীক্ষার্থী পুত্র মেহেদী হাসানকে মুক্তি দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।