নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কাশিপুর স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী সামসুন্নাহার (১৪) জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নগরীর ২৯নং ওয়ার্ড ইছাকাঠি মহল্লার জয়নাল আবেদীনের কন্যা সামসুন্নাহার বৃহস্পতিবার সকালে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওইদিন দুপুরে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বরিশাল মেট্রো পলিটন বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এস.আই) সিদ্দিকুর রহমান বলেন, বুধবার জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। সামসুন্নাহার পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমান করে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পরিবারের সবার অজান্তে অভিমানী সামসুন্নাহার নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।