রিয়াজ উদ্দিন, শাবিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের মধ্যে প্রকাশ্যে টানাপোড়েন ও বিভাজন দেখা দিয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১৭ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ জানুয়ারি বিকাল ৩টা এবং মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১১ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত।