আগৈলঝাড়া সংবাদদাতা ॥ ২০১১ সালের জে.এস.সি পরিক্ষায় উজিরপুর উপজেলায় শতভাগ পাস করে সেরা তালিকায় রয়েছে কারফা পাবলিক এ্যাকাডেমী।
বিদ্যালয় সুত্রে জনাগেছে, ২০১১ সালে কারফা পাবলিক এ্যাকাডেমী থেকে ১৬৬ জন শিক্ষার্থী জে.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ২৮ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে বিদ্যালয়ের ১৬৬ জন শিক্ষার্থীই উর্ত্তীন হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, এ পেয়েছে- ৬৫ জন, ৯১ শিক্ষার্থী অন্যান্য গ্রেডে পাস করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ বিশ্বাস জানান আগামীতে আরও ভাল ফলাফলের জন্য এখন থেকেই সার্বিক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।