মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ দাউদকান্দির আওয়ামীলীগ নেতা সাবেক কমিশনার মিলন খন্দকার হত্যা মামলার এজাহার ভূক্ত ৩ জন আসামী গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করেছে দাউদকান্দি থানা পুলিশ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে সবজিকান্দি গ্রামের শাহআলমের পুত্র পিচ্ছি পারভেজ (২০), যাত্রাবাড়ী থেকে একই গ্রামের মৃত আঃ খালেকের পুত্র আলমগীর (২২) ও টঙ্গীগাজীপুর থেকে ঐ গ্রামের মৃত মতি মেম্বারের পুত্র রাকেশ (২০) কে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কৃঞ্চনাথ জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তের সার্থে এখন কিছু বলা যাবেনা। উল্লেখ্য যে, গত ৩০ নভেম্বর মিলন খন্দকারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।