মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠ ও তার আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বিকেলে শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে বিরোধীদলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চট্টগ্রামমুখী রোডমার্চ সফল করার লক্ষে সুন্দলপুর ইউনিয়ন বিএনপি এক কর্মী সভার আয়োজন করে। একই স্থানে একই সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সভার আয়োজন করলে। উভয় দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়, সংঘর্ষ এড়াতে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল নাসের ১৪৪ ধারা জারি করে ও যে কোন ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করে।