Menu Close

বিকল বাস ফেলে ষ্টাফদের পলায়ন

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ ছবির উদ্দিন সিকদার জানান, বরগুনার পাথরঘাটা থেকে শুক্রবার বিকেল ৪টায় নিউ সৈকত পরিবহন (ঢাকা মেট্রো-চ-৯৫২৪) চট্টগ্রামের উদ্দেশ্যে ৬৩জন যাত্রী ও শিশুসহ শতাধিক লোক নিয়ে ছেড়ে আসে। রাত নয়টার দিকে যাত্রীবাহি বাসটি গৌরনদীতে পৌঁছলে বাসটি বিকল হয়ে যায়। বাসযাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে জনপ্রতি ৪৫০ টাকা করে ভাড়া নিয়ে ড্রাইভার মোঃ খোকন ও সুপারভাইজার আনোয়ার হোসেন বাস বিকল হওয়ার অজুহাত দেখিয়ে আত্মগোপন করে। রাজাপুর উপজেলার লেবুখালি গ্রামের পারভীন আক্তার জানান, তার স্বামীর কর্মস্থলে যাওয়ার জন্য ২ বছরের শিশু পুত্র ইয়াছিন ও চার বছরের কন্যা শারমিনকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। টিকিটের টাকা দেয়ার পর বাড়তি কোন টাকা না থাকায় শুক্রবার রাত থেকে তিনি তার সন্তানদের নিয়ে অনাহারে সময় কাটাচ্ছেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গতকাল শনিবার সকাল দশটায় এসব যাত্রীদের সকালের নাস্তার ব্যবস্থা করেন। বাসের ষ্টাফদের কোন হদিস না পাওয়ায় এবং অধিকাংশ যাত্রীদের কাছে অতিরিক্ত টাকা না থাকায় গতকাল শনিবার বিকেল তিনটা পর্যন্ত যাত্রীদের বাসের মধ্যেই অপো করতে দেখা গেছে।