নিজস্ব সংবাদদাতা ॥ বছরের প্রথম দিনে আগৈলঝাড়ায় আজ রবিবার বিকেলে এক গাঁজা বিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার পুত্র ইলিয়াস ওরফে রিয়াদ মোল্লা (৩২) দীর্ঘদিন থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর রাতে পুলিশ ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ তাকে (ইলিয়াসকে) গ্রেফতার করে।
রবিবার বিকেলে গ্রেফতারকৃতকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট দীপংকর বিশ্বাস গাঁজা বিক্রেতা ইলিয়াস ওরফে রিয়াদ মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাভোগের আদেশ প্রদান করেন।