আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভদ্রপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে রবিবার দুপুরে প্রতিপক্ষের লোকজনে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে গুরত্বর আহত করেছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের জবেদ আলী শিকদারের পুত্র ব্যবসায়ী ছাত্তার শিকদার (৩৬) নিজবাড়ি থেকে গৈলা বাজারের ব্যবসায়ীক কাজে আসার পথিমধ্যে পুর্ব সুজনকাঠী গ্রামের আক্তার সরদারের পুত্র মিজান সরদার ও তার সহযোগীরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে ছাত্তারকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে।