নিজস্ব সংবাদদাতা ॥ ডাক বিভাগের বরিশাল জোনে পোষ্টাল ক্যাশ কার্ড চালু হচ্ছে। কার্ডধারী একজন একাউন্ট হোল্ডার দেশের যে কোনস্থানের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের মাধ্যমে অর্থিক লেনদেন করতে পারবেন। ডাক বিভাগের বরিশাল জোনের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল (ডিপিএমজি) আমিনুর রহমান জানান, ডাক বিভাগের পোষ্টাল ক্যাশ কার্ড কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করেছেন।
বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, ডাক বিভাগের ৫১ টি উপজেলায় খুব শিঘ্রই পোষ্টাল ক্যাশ কার্ড চালু করা হবে। এ লক্ষে গত শনিবার (৩১ ডিসেম্বর) থেকে বরিশাল প্রধান ডাকঘরে ৫১ উপজেলার পোষ্ট মাষ্টারদের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক বিভাগের পরিচালক (আন্তর্জাতিক ডাক সাভির্স) আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্টোর ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল জাকির হাসান, ঢাকা বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল ইকবাল মাসুদ।