গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইসলামী ব্যাংক টরকী বন্দর শাখা ব্যবস্থাপক রুহুল আমীন, প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান খান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ রব সিকদার, প্রধান শিক্ষক আবুল কালাম ঘরামী, স্কুলের ইন্সেক্টর প্রানতোষ কুমার দাস প্রমুখ। শেষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।