Search

তিতাসে যৌতুকের দাবিতে গৃহবধুকে শ্বাসরোদ্ধ করে হত্যা

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি॥ কুমিল্লার নবগঠিত তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের আলমাছ মিয়া তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গৌরীপুর ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, তিতাস উপজেলার শাহপুর গ্রামের লিলু ভূইয়ার কন্যা হালিমা আক্তার (২২) কে  একই উপজেলার দড়িকান্দি গ্রামের শহীদুল্লাহর পুত্র আলমাছ মিয়ার সাথে চার বছর পূর্বে বিয়ে হয়। বিয়েরপর তাকে এক লক্ষ টাকা যৌতুক দেয়া হয় এবং পরে আরো ২৫ হাজার টাকা দেয়া হয়। কিন্তু আবারো হালিমার স্বামী আরো ১ লক্ষ টাকার জন্য চাপ দিতে থাকে । হালিমার পরিবার টাকা দিতে অপরগতা প্রকাশ করলে গত রোববার দিবাগত রাতে হালিমাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে তার স্বামী। হত্যার পর হালিমার লাশটি তার পাষন্ড স্বামী দাউদকান্দির গৌরীপুর হাসপাতালের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ গৌরীপুর পুলিশ ফাড়িকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠায়।

পুলিশ জানায়, এ হত্যাকান্ডের ঘটনায় তিতাস থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আলমাছ মিয়ার বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি।