নিজস্ব সংবাদদাতা ॥ ছাত্রদলের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় পার্টি (এ) সহ কয়েকটি সংগঠনের নানামুখী কর্মসূচীতে মিছিলের নগরীতে পরিণত হয়েছিলো বরিশাল। ছাত্রদলের বিবাদমান একাধিক গ্রুপ ও বিএনপি নেতাদের দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলের আয়োজন করা হয় একাধিক। নেতাদের মধ্যে বিরোধ থাকায় এসব মিছিলে ব্যাপক লোক-সমাগম ঘটাতে সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি চলে। পাড়া-মহলা থেকে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে খন্ড-খন্ড মিছিল বের হয়। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর একাধিক মিছিলে নেতৃত্ব দেন বিবাদমান বিএনপি নেতারা। এসব মিছিলে ব্যানার-ফেস্টুন, পাকর্ড ও বাদ্য যন্ত্র নিয়ে নেতা-কর্মীরা অংশ নেয়। জেলা ও মহানগর বিএনপি’র কয়েক নেতার ছবি দিয়ে ঢাউস তৈরী করে মিছিলের বিভিন্ন স্থানে ভ্যান ও রিকসায় বহন করা হয়। একই দিন জাপা (এ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলে মিছিল সমাবেশ করে।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার অনুসারীদের র্যালী পূর্ব কেক কাটেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহানগর সভাপতি সারোয়ার এমপি। মহানগর ছাত্রদল আহবায়ক আবুল হাসান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. কামরুল আহসান শাহিন, এবায়েদুল হক চাঁন, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন ও যুগ্ম আহবায়ক হাফিজ আহমেদ বাবলু।
অপরদিকে জেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আহসান হাবিব কামাল অনুসারীরা বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। এতে বক্তৃতা করেন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন কয়েস, সাইফুল ইসলাম সুজন, নাজমুল হাসান ছগির, মিজানুর রহমান পলাশ প্রমূখ। সমাবেশ শেষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদনি করে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রদল।
ভোলা : ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল রবিবার ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন কমিটি ঢাক ঢোল পিটিয়ে বর্ণাঢ্য সাজে শতশত নেতাকর্মী র্যালিতে অংশ নেয়। পরে বেলা সাড়ে ১১টায় দলীয় অফিসে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা বিএনপি সহসভাপতি আমিনুল ইসলাম খান, বিএনপি সম্পাদক মোঃ ফারুক মিয়া, ইডেন কলেজের সাবেক অধ্য ফিরোজা শাজাহান, থানা বিএনপি সম্পাদক রাইসুল আলম, পৌর বিএনপি সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, যুবদল সম্পাদক হেলাল উদ্দিন, ওলামাদল সভপাতি আবু নোমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, সহসভাপতি মুনিরুল ইসলাম, সম্পাদক মিজানুর রহমান মাসুদ।
পিরোজপুর : রোজপুরে ছাত্রদলের পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা কেক কাটা কালো ব্যাজ ধারণ ও শান্তির পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এক গ্র“প জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম সাইদ অপর গ্রুপ যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
এসময় একাংশের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম সাইদ এর সভাপতিত্বে আলোচনাসভা চলাকালীন চেয়ারে বসাকে কেন্দ্র করে বাকবিতানের সৃস্টি হয়। পুনরায় দ্বিতীয় দফা সংঘষের সৃস্টি হলে জেলা ছাত্রদল নেতা সাইদুর রহমান মুরাদের কর্মী অনিক ও বদরুজ্জামান রুবেল এর কর্মী ফাইজুল ও শান্ত গুরুতর আহত হন। এসময় ফাইজুল গুরুতর জখম প্রাপ্ত হলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একাংশের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম সাইদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, মারুফ হাসান, সাইদুর রহমান মুরাদ, রেজাউল ইসলাম, ইমরান আহম্মেদ সজীব, ইকবাল আহম্মেদ সবুজ, বদিরুজ্জামান শেখ রুবেল, আতিকুর রহমান পারভেজ, শেখ বশির ও এস এম মাহাবুব প্রমুখ।
এদিকে জেলা ছাত্রদলের অন্য গ্রুপের বিএনপি অফিস সম্মুখে শান্তির পায়রা উড়িয়ে র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএনপি কার্যালয়ে যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ শহীদুল্লাহ শহীদ, শানু সরদার, এ্যাড. সাব্বির আহম্মেদ কামরুজ্জামান শাহীন, এ্যাড. মনির, হাসান আল মামুন, রাজীব শেখ, পরাগ সরদার, নাদিম শেখ, আল মামুন, সাদ্দাম, সোহেল শেখ প্রমুখ। এসময় দুস্কৃতদের হাতে নিহত হওয়া তৌহিদুল ইসলাম অনুর ও মুক্তা স্মরণে কালো ব্যাজ ধারণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
ঝালকাঠি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে ছাত্রদলের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় স্থানীয় প্রেসকাবের সামনের সড়ক থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক এনামুল হক সাজুর সভাপতিত্বে ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান বাপ্পি, কেন্দ্রীয় বাস্তহারা দল সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদল যুগ্ম আহবায়ক রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুবিন ও তাজুল ইসলাম। সভায় বক্তারা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যদিকে চাঁদকাঠি চত্বর থেকে জেলা ছাত্রদলের আহবায়ক শাফায়াত হোসেনের নেতৃত্বে ছাত্রদলের অপর গ্রুপ একটি র্যালি বের করলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে পুলিশি বাধার মুখে পড়ে।
বরগুনা : র্যালী শেষে বেলা এগারোটায় বরগুনা লঞ্চঘাটে জেলা ছাত্রদলের আহবায়ক কে.এম. সফিকুজ্জামান মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আবদুল খালেক, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট মোহাম্মদ হালিম, হাবিবুর রহমান পান্না, মুরাদুজ্জামান টিপন, আহসান হাবিব স্বপন, মাইনুল হাসান লিটন প্রমূখ।
পটুয়াখালী : পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার বেলা ১১টায় শহরের আদালতপাড়া থেকে জেলা ছাত্রদলের সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব এর নেতৃত্বে একটি র্যালী বের হলে পুলিশ এতে বাধা দেয়। এসময় ছাত্রদলের নেতা কর্মীরা পুলিশী বাধা উপো করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তা-ধস্তি হয়, পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নেতৃবন্দ।
অপরদিকে ছাত্রদলের সাধারন সম্পাদক মশিউর রহমান মিলনের নেতৃত্বে অপর একটি গ্রুপ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাস ভবনের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
বাবুগঞ্জ : বাবুগঞ্জ উপজেলায় ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় ছাত্রদলের সভাপতি দুলাল চন্দ্র সাহার নেত্বতে এক র্যালি বের করা হয়। র্যালী শেষে বিএনপির কার্যালয় সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুলতান আহাম্মেদ খান, সামসুল আলম ফকির, জাকির হোসেন ফকির, হাসানাত শিকদার প্রমুখ। অপর দিকে উপজেলার আবুল কালাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ছাত্রদলের সহ সভাপতি রকিবুল হাসান খানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা আমিনুল ইসলাম, রাশেদ, আজিজুল, ইমরান, জিয়া, বরকত, শাওন প্রমূখ।
হিজলা : কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে হিজলা উপজেলা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্দেগে ছাত্রদলের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা সদর বি.এন.পির কার্যালয় থান ছাত্রদলের সভাপতি দেওয়ান মনির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাধারন সম্পাদক আঃ গাফ্ফার তালুকদার। বক্তব্য রাখেন- মহিলা দলের সভানেত্রী হাওয়ানুর চৌধুরী, বি.এন পি নেতা ও ইউ পি চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক বেল্লাল জমাদ্দার, থানা ছাত্রদলের সহ সভাপতি আঃ মতিন তালুকদার, সাধারন সম্পাদক কাজী আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহতাব সিকদার, কলেজ ছাত্রদলের সভাপতি আঃ রশিদ, সিনিয়ার সহ সভাপতি আঃ হামিদ, সাধারন সম্পাদক জহির রায়হান, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহে আলম বেপারী, মৎস্যজীবি দলের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র নেতা মহসিন সিকদার, হাবিবুর রহমান, জহিরুল ইসলাম সবুজ, তানবীর তালুকদার, আসাদুজ্জামান সম্রাট, সুজন প্রমুখ। পরে আনন্দ উল্লাশের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।
কলাপাড়া : কলাপাড়ায় কেক কেটে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সকালে পৌর শহরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দলীয় কার্যালয়ে পৌর ছাত্রদলের সভাপতি স্বজল বিশ্বাসের সভাপতিত্বে সকাল ১০ টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সভাপতি উপাধ্যা নুর বাহাদুর তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জসিম মৃধা। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্টা বাষির্কী উদযাপন কমিটির আহবায়ক তারেক আনাম সুমন ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন মানিক ফকির উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ খন্দকার নাসির উদ্দিন, পৌর যুবদলের সহ সভাপতি কবিরুল ইসলাম মৃর্ধা, চাকামইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান ফকির, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হারুনর রশীদ,ছাত্র নেতা ঢালী রুহুল আমীন অভি, এমবি কলেজ শাখার সাধারন সম্পাদক রুহুল আমিন, মতিউর রহমান মতি, জাহিদ হোসেন জাকির, এমএ ইলিয়াস প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও এমবি কলেজ ছাত্র সংসদের ভিপি, জিএসদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান কারা হয়েছে। সব শেষে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
ছাত্র নেতারা বক্তব্য দিতে গিয়ে বিগত তিন বছরে শাসকদলের হামলায় তাদের উপর যে নির্যাতন চালানো হয় তার চিত্র বর্ননা করে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন বিগত তিন বছরে কলাপাড়ায় ৫ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছে।
গৌরনদী : পুলিশের বাঁধার মুখে বরিশালের গৌরনদীতে ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে একাংশ র্যালী ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচী পন্ড হয়েছে। উপজেলার একাংশের ছাত্রদল নেতা সৈয়দ নিয়াজুল হক নাদিম জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী কলেজ ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে গৌরনদী বিএনপির প্রধান কার্যালয়ে সকাল আটটায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছলে পুলিশ র্যালীতে বাঁধা দেয়। একপর্যায়ে বাঁধার মুখে র্যালী ও আলোচনা সভা পন্ড হয়ে যায়। এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, মহাসড়ক অবরোধ করে র্যালী বের করায় তাদের অন্যত্র র্যালী করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।