নিজস্ব সংবাদদাতা ॥ আমাদের দল ক্ষমতায়-আমাদের সরকারের আমলে বরিশালে ট্রাফিক পুলিশ আমাদের গাড়ির গতিরোধ করে আটকে দেয়। আরওতো দিন পরেই রয়েছে। এরচেয়ে বিএনপির আমলে ও ট্রাফিক পুলিশ আমাদের সাথে এত ঝামেলা করেনি। কে কতটা আইন মান্য করে চলে তা আমরা জানি, উপর দিকে থু থু ফেললে নিজের শরীরে পরে তাই সামনের টুকু বললাম না। এই কথাগুলো বলেছিলেন গতকাল নগরীর কাকলী সিনেমা হলের মোড়ে বসে এক ছাত্রলীগ নেতা।
পুলিশের চলমান অভিযানে ঐ ছাত্রলীগ নেতার মোটর সাইকেল গতকাল আটক করেছিল ট্রাফিক পুলিশ। ছাত্রলীগ নেতাকে বহনকারী মোটর সাইকেলটি মাত্র ক’দিন আগে শো-রুম থেকে ক্রয় করা হয়েছিল। তাদের দাবি তিন মাসের মধ্যে কাগজপত্র করার বিধান রয়েছে। কিন্তু পুলিশ অতি উৎসাহী হয়ে শো-রুমের কাগজ থাকা সত্ত্বেও মোটর সাইকেল আটক করে সাধারণ মানুষকে অহেতুক ঝামলায় ফেলছে। এর পূর্বে সপ্তাহব্যাপী চলা ট্রাফিক পুলিশের অভিযানে নগরীতে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতার সাথে পুলিশের মোটর সাইকেল আটক নিয়ে হাতাহাতি হয়।
গতকাল ছাত্রলীগ নেতার মোটর সাইকেল ছেড়ে দেয়া হলেও ঐ কথা গুলো বলেছিলেন, অতি আক্ষেপে। অবশ্য, ঐ ছাত্রলীগ নেতার মহানগরে দলীয় বড় কোন পদ পদবী নেই। তবে দলের একনিষ্ঠ কর্মী, আন্দোলনের মাঠে তারাই মিছিল সমাবেশ করে সংগঠনকে চাঙা রাখে।