আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামের দিনমজুর ইসমাইল হাওলাদারের একমাত্র ছেলে রাহুৎপাড়া মিশন প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র শাকিব হাওলাদার (৮) দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন যা ওই দরিদ্র দিনমজুর পিতার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের দানশীল বিত্তবান ব্যক্তি, সমাজসেবক এবং সেচ্ছাসেবী সংগঠনের প্রতি মানবিক দৃষ্টি কামনা করে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য দিনমজুর পিতা আকুল আবেদন জানাচ্ছে। শাকিবকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ মো.হারুন হাওলাদার, সঞ্চয়ী হিসাব নং-১১২৪৫, সোনালী ব্যাংক আগৈলঝাড়া শাখা, আগৈলঝাড়া, বরিশাল।