দাউদকান্দি মেঘনা গোমতী সেতুতে ওভারলোড গাড়ীর জরিমানা শুরু

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুতে ওভারলোড যানবাহনের জরিমানা শুরু হয়েছে গত সোমবার। ১৭ ডিসেম্বর মেঘনা-গোমতী সেতুর পূর্বপ্রান্তে টোল প্লাজায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ওভারলোড কন্ট্রোল মেশিন স্থাপন করেন এবং গত কয়েকদিন যানবাহন চালকদেরকে এ ব্যাপারে সতর্ক করার পর সোমবার থেকে যানবাহনের জরিমানা শুরু হয়েছে এবং নির্ধারিত মাত্রার অতিরিক্ত মাল বোঝাই যানবাহন গুলোকে সেতু পারাপার না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মেঘনা সেতু এবং মেঘনা-গোমতি সেতু মারাত্বক ঝুঁকির মধ্যে রয়েছে বিধায় সড়ক ও জনপথ বিভাগ কঠোর ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হয় বলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের জানান।

অতিরিক্ত মালামাল বোঝাই প্রতিটি যানবাহনকে গত সোমবার ১হাজার থেকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয় এবং টোলের টাকা আদায় করা হলেও সেতু পার হতে দেওয়া হচ্ছেনা। ১ এক্সেল-এর গাড়ি গুলোকে ১৫ টনের বেশী হলে এবং ৩ এক্সেল-এর গাড়ি গুলোকে ২৫ টনের বেশী হলে জরিমানা করা হচ্ছে। এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফি কামাল জানান, গত সোমবার থেকে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত বিভিন্ন ওভারলোড গাড়ী থেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।