গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী জসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আজ ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার, জেলা উত্তর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক স্বজল সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু মুসা, বিএনপি নেতা শাহজাহান সিকদার, ইউনুস মোল্লা, ইউপি সদস্য হারুন-অর রশিদ হাওলাদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মালেক আকন, যুবদল নেতা মনির হোসেন আকন, সোহাগ মোল্লা, কাজল হাওলাদার প্রমুখ।
সভায় আগামী ৯ জানুয়ারি ব্যাপক ভাবে যুবদল নেতা মরহুম কাজী জসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সিদ্ধান্ত গৃহিত হয়।