গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মোশারেফ হোসেনের (৬০) ওপর আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় কতিপয় যুবক হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহতকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।
বাটাজোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাটাজোর বন্দরের মোবাইল ফোন ব্যবসায়ী মোশারেফ হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান সরদার টেলিকমে বসে ছিলেন। এসময় ব্যবসায়ীক দ্বন্ধের জেরধরে স্থানীয় বাসিন্দা ও বন্দরের ডিজেল ব্যবসায়ী কাওসার হোসেন ও তার ভাই কাইউম হোসেন লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করে।