রাজাপুরে কীটনাশক খেয়ে গৃহবধুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে কীটনাশক খেয়ে ৭ সন্তানের জননী এক গৃহবধূ আজ রোববার দুপুরে মারা গেছে। তার নাম পারুল বেগম (৪২)।

জানা গেছে, পালট গ্রামের কাচা তরকারি ব্যবসায়ী ইউছুব হোসেনের স্ত্রী পারুল। সে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত ছিলেন। ব্যাথা দমনের জন্য প্রায়ই খাবার সোডা খেতেন। রোববার সকালে ব্যাথায় আক্রান্ত হলে মেয়ে বৈশাখীর (৬) কাছে ওষুধ চায়। কিন্তু খাবার সোডা ও ইঁদুর মারা বিষ একই স্থানে থাকায় বৈশাখী ভুলে বিষ এনে দেয়। বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে পারুল বেগম। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের রাসেল জানান, চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার তিনি মারা যান।