আগৈলঝাড়ার অপহৃতা স্কুল ছাত্রী উজিরপুরে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাউকাঠী গ্রামের অপহৃতা স্কুল ছাত্রী দু’মাস পর মঙ্গলবার সকালে উজিরপুরে উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দু’থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, চাউকাঠি গ্রামের খলিলুর রহমানের দশম শ্রেনীতে পড়ুয়া কন্যা মুন্নি আক্তারকে (১৬) গত দু’মাস পূর্বে একই গ্রামের হারুন হাওলাদারের পুত্র আল-আমিন হাওলাদার অপহরণ করে। এ ঘটনায় অপহৃতার পিতা হারুন হাওলাদার বাদি হয়ে আগৈলঝাড়া থানায় গত নবেম্বর মাসে একটি অপহরন মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আলী আহম্মদ ও পিএসআই সহিদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী উজিরপুর থানা পুলিশের সহযোগীতায় শোলক গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী আল-আমিন পালিয়ে যেতে সক্ষম হয়। অপহৃতা স্কুল ছাত্রীকে ওইদিন দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।