ভূমি দস্যুদের কবলে আগৈলঝাড়ার এক খ্রীষ্টান পরিবার

শামীম খান, আগৈলঝাড়া ॥ পৈত্রিক প্রাপ্ত সম্পদ রক্ষা করতে গিয়ে আগৈলঝাড়ায় এক সংখ্যালঘু খ্রীষ্টান পরিবার মামলাবাজ ভূমিদস্যুদের কবলে পরে দিশেহারা হয়ে পরেছে। আইনের আদেশ উপেক্ষা করে প্রভাশালীরা দখল করতে চাইছে ওই সংখ্যালঘুদের পৈত্তিক সম্পদ। অভিযোগকারী উপজেলার পশ্চিম বাগধা গ্রামের খৃীষ্টান সম্প্রদায়ের রমল হালদার, কমল হালদার অভিযোগ করেন, তারা ও তাদের ওয়ারিশগণ পৈত্রিক সুত্রে প্রাপ্ত বাগধা মৌজার জে.এল নং- ৯৯, এস.এ খতিয়ান ৬৮৬, হাল- ১২৬২ দাগের ৬৬ শতক নাল জমির মালিক হওয়া সত্ত্বেও একই গ্রামের মৃত কহিল উদ্দিন সরদারের পুত্র মোশারফ সরদার, মোকলেচ সরদার জাল জালিয়াতীর মাধ্যমে ওই জমির একটি ডিগ্রী বের করে তাদের সহযোগী লাঠিয়াল বাহিনী নিয়ে দখলের চেষ্ঠা চালায় ও রাতের আধারে জমির আধা পাঁকা ধান চুরি করে নেয়। উপায়ান্তুর না পেয়ে রমল হালদার আদালতের আশ্রয় নিলে আদালত প্রতিপক্ষ মোশারফ গংদের ওই জমিতে না যাওয়ার জন্য নির্দেশ দিলেও মোশারফ ও তার অনুসারীরা আদালতের আদেশ উপেক্ষা করে লাঠিয়াল বাহীনি নিয়ে জমি দখলের চেষ্টা অব্যাহত রাখে।

এবিষয়ে রমল ও কমল থানায় অভিযোগ করলে পুলিশ সরেজমিন ঘটনার সত্যতা পেয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। মোশারফ ও তার অনুসারীদের অব্যাহত ভয়ভীতি ও হুমকির কারনে গত ১৫ নবেম্বর রমল হালদার আগৈলঝাড়া থানার সাধারণ ডায়রী করা হয় (যার নং- ৫১২)। এছাড়াও মোশারফ ও মোকলেচের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একাধিক ব্যক্তির দায়ের করা অভিযোগ বলে থানা

সুত্রে জানায়। বৃহস্পতিবার রমল ও কমল হালদার তাদের জমিতে বোরো চাষের জন্য কাজ করতে গেলে মোসারফ ও তার সহযোগীরা হামলা চালিয়ে রমল হালদার (৬০) কমল হালদার (৫৫) কে পিটিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।