আর্কাইভ

গৌরনদীতে মেধা তালিকায় প্রথমস্থান অধিকার করেছে আশোকাঠী কিন্ডার গার্টেন

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশাল কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আওতাধীন অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় গৌরনদী উপজেলার মধ্যে আশোকাঠী কিন্ডার গার্টেন প্রথম স্থান অর্জন করেছে। মঙ্গলবার সকালে প্রথম শ্রেনীর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।

আশোকাঠী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মরহুম মোঃ ইচাহাক আলী সরদারের প্রতিষ্ঠিত আশোকাঠী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র দত্ত বণিক জানান, তার বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ৬ জন পরীক্ষার্থী বরিশাল কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আওতাধীন অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে চারজনই মেধা তালিকায় উন্নীত হয়। স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী তাহছিন হক এনা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এছাড়া রিয়া মনি ও অনিন্দিতা সিগ্ধা সারা বি-গ্রেড, রাইয়ানা সি-গ্রেডে উন্নীত হয়।

আরও পড়ুন

Back to top button