আগৈলঝাড়ায় আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক বাদি ও তার পরিবার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় জাল দলিল করে ভাইয়ের সম্পত্তি আত্মসাতের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে মামলা উত্তোলনের জন্য বাদি ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। তাদের হুমকির মুখে বাদি ও তার পরিবারের লোকজন এখন পালিয়ে বেড়াচ্ছেন।

উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের মৃত শফিজউদ্দিন হাওলাদারের পুত্র রিকসা চালক হাচেন হাওলাদার অভিযোগ করেন, তিনি দীর্ঘ ১০ বছর ধরে বরিশাল শহরে রিকসা চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। এ সুযোগে তার ভাই হালিম ও হায়দার হাওলাদার ২০০৪ সনের ১৯ অক্টোবর বাড়ি ও জমির ১২ শতক সম্পত্তি দলিল লেখক আবু আলম মৃধার সহায়তায় হায়দারকে হাচেন সাজিয়ে হালিম হাওলাদারের পুত্র আসমান হাওলাদার ও হায়দারের পুত্র ইদ্রিস হাওলাদারের নামে জাল দলিল করে নেয়। সম্প্রতি হাচেন হাওলাদার স্ব-পরিবারে বাড়ি এসে তার অংশের পৈত্তিক সম্পত্তি চাষাবাদ করতে গেলে অন্য ভাইয়েরা তাকে বাঁধা প্রদান করে। এরপর জালজালিয়াতির রহস্য বেড়িয়ে আসে। এ ঘটনার হাচেন হাওলাদার বাদি হয়ে চলতি বছরের ১ জানুয়ারি বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলী আদালতে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালতে মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদিকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে।