নিজস্ব সংবাদদাতা ॥ “কেহর কাঁধের ওপর মাছ ধরার পোলো, একজনের কাঁধের ওপর লাঙ্গল, আরেক জনের হাতে কোদাল, একজন হাতে নিয়েছেন কাঁচি এবং অন্যজনের মাথায় দেখা গেলো মাথাল”। প্রায় হারিয়ে যাওয়া এসব কৃষি উপকরন নিয়ে বুধবার সকালে বরিশাল শহরের ব্যতিক্রমধর্মী পদযাত্রা করেছে কৃষকেরা। পদযাত্রা শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জেলখানার পাশ ঘেষে উত্তরে লাকুটিয়া হয়ে বাবুগঞ্জ উপজেলার ভেতর দিয়ে বহমান লাকুটিয়া রায়ের খাল রক্ষায় ক্ষতিগ্রস্থ কৃষকদের অংশগ্রহনে শহরমুখী এ পদযাত্রার আয়োজন করা হয়। ছয়টি দাবিতে এই পদযাত্রা করা হয়। লাকুটিয়া খাল সংলগ্ন কাশিপুর, মতাসার, চরবাড়িয়া থেকে শুরু করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে এসে পদযাত্রাটি শেষ হয়। লাকুটিয়া রায়ের খালের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা প্রায় ২ হাজার ৭’শ কৃষকদের জন্য পানি প্রবাহ নিশ্চিত করার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তজন ট্রাস্ট ও ক্যাম্পেইন লীড উত্তরন ব্যতিক্রমধর্মী এ পথযাত্রার আয়োজন করেন। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এ পথযাত্রা করতে সহায়তা করেন। পদযাত্রা শেষে অশ্বিনী কুমার হল চত্বরে প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক এস.এম শাহাজাদার সভাপতিত্বে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, এনভিএস’র নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, এ্যাসেড’র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন খান, সমাজসেবক সৈয়দ মনির, মোঃ বশিরউদ্দিন, নিয়াজ মোর্শেদ, প্রান্তজন ট্রাস্টের ম্যানেজার ইব্রাহিম হামিদ মাসুম, বাবুল হোসেন, কৃষক খলিল কাজী, ইসমাইল হাওলাদার, আব্দুল মন্নান হাওলাদার, সফিউদ্দিন হাওলাদার, শাহে আলম, ইউসুফ হোসেন, আব্দুল বারেক, সুলতান আহম্মেদ, গোলাম মাওলা, সাহেব আলী, তুহিন শরীফ প্রমুখ।