নিজস্ব সংবাদদাতা ॥ সদ্য প্রয়াত বরিশাল জেলা সদর উত্তর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আব্দুর রবের রুহের মাগফেরাত কামনায় গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা গৌরনদী থানা জামে মনজিদে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইদিন অভিভক্ত গৌরনদী উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল কাদের মাষ্টার ও তার স্ত্রীর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের রুহের মাগফেরাত কামনায় মরহুমের পারিবারিক উদ্যোগে কোরআনখানি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পৃথকভাবে দুটি দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, কেন্দ্রীয় বাস্তহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ আতাউর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম টিটু, আগৈলঝাড়া কলেজের প্রভাষক মোঃ লিয়াকত হোসেন, পথিক মোস্তফা, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, আগৈলঝাড়া বিএনপির নেতা মোঃ হাফিজুর রহমান, শাহ মোঃ বকতিয়ার, গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ হান্নান শরীফ, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ শাহজাহান শরীফ (জাকার শরীফ), গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কালাম সিকদার, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর যুবদলের সভাপতি নান্না খান, সহসভাপতি মোঃ আলী হোসেন শরীফ, সাধারন সম্পাদক রফিক চোকদার, জামাল হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মোঃ মাহফুজ, ছাত্রদল নেতা সৈয়দ নিয়াজুর রহমান নাদিম, সোহাগ কাজী, জসিম শরীফ, শাহেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী থানা মসজিদের ইমান আলহাজ্ব হযরত ক্বারী আবদুল আজিজ, বরিশাল গালর্স কলেজের সাবেক প্রফেসর আব্দুর রব। এছাড়া মরহুম আব্দুর রবের পুত্র মোঃ মনির হোসেন, প্রভাষক আলীমুজ্জামান, মরহুম আঃ কাদের মাষ্টারের পুত্র মোঃ খাইরুল ইসলাম, কামরুল ইসলামসহ কাদের মাষ্টারের অন্যান্য সন্তানেরা উপস্থিত ছিলেন।