নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের শিশুকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রয়োজনে দুঃস্থ ও মেধাবী শিক্ষর্থীদের বিসিসির মাধ্যমে অর্থ সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনকে আধুনিক ও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নীত করতে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। নগরীকে পরিচ্ছন্নতা রাখতে তিনি সকলের সহযোগীতা চেয়েছেন।
মঙ্গলবার সকালে কাউনিয়া ব্রাঞ্চ রোডের পুলিশ সেকশন মাঠে কমিউনিটি ডেভলপমেন্ট কমিটি (সিডিসি) আয়োজিত ভ্যানরিক্সা ও বালতি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিসির ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল খালেক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অফ কর্মাসর সভাপতি সাইদুর রহমান রিন্টু, শিক্ষক জীবন কৃষ্ণ দে, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা। বক্তব্য রাখেন কাউন্সিলর আলম তাজ, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম প্রমুখ। শেষে সিডিসির অর্থায়নে এক হাজার পরিবারের মাঝে বালতি, ৩, ৪ ও ৭ নং ওয়ার্ডের ৫টি দরিদ্র পরিবারের মাঝে ভ্যান রিক্সা বিতরন করা হয়।