কালকিনি সংবাদদাতা ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সততা ও নিষ্ঠার কথা স্মরণ করে বলেছেন- আমি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ৩বছরে যে কাজ করেছি তা অন্য কোন মন্ত্রী ১০বছরেও করতে পারবে না।
বৃহস্পতিবার বিকালে কালকিনি উপজেলার ডাসার এলাকার শেখ হাসিনা একাডেমী এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংর্ধ্বণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা একাডেমী এান্ড ইউমেন্স কলেজ ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এান্ড কলেজের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ+ প্রাপ্ত ১১০জন কৃতি শিক্ষার্থীদের সংর্ধ্বণা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক নুর-উর রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, আ’লীগের সভানেত্রী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।বক্তব্য রাখেন, অধ্যক্ষা জাকিয়া সুলতানা, অধ্যক্ষ জসিম উদ্দিন, সাকিলুর রহমান সোহাগ তালুকদার, মনির হাওলাদার, মসিউর রহমান সবুজ, ওয়াহিদুজ্জামান বুলেট প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ডাসার ইউনিয়ন পরিষদে স্থাপিত পুলিশ তদন্ত কেন্দ্র ও শেখ হাসিনা একাডেমী এ্যান্ড ইউমেন্স কলেজের বেগম রোকেয়া ছাত্রীনিবাস উদ্বোধন করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন ফেরদাউস হওয়াহিদ, এন্ড্রো কিশোর মনির খান হাবিব জানে আলম ফকির শাহবুদ্দিন পাগলা বাবলু ঝিলিক প্রমূখ।