নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসকের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামকস্থানে শুক্রবার রাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে।
জানা গেছে, ওইদিন রাত সাড়ে নয়টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন বেপরোয়াগতিতে ওই এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক আনোয়ার হোসেন রাঢ়ী (৩৫) নিহত হয়। নিহতের বাড়ি উজিরপুর সদরে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় ঘন্টাকালব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কের দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পরে। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।