বরিশালে গণঐক্যের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ হত্যা-ক্যু-অভ্যূথানের মাধ্যমে সংবিধান, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাতের চক্রান্ত রুখে দাড়ানো, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার কার্যকর, আদিবাসীদের স্বীকৃতি, ’৭২-র সংবিধান পূণঃপ্রতিষ্ঠাসহ ১৩টি দাবি নিয়ে আজ শনিবার বরিশালে গণঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা গণঐক্যের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঐক্যের আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান মজুমদার। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণঐক্যের কেন্দ্রীয় কমিটির আহবায়ক পঙ্কজ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ তালুকদার, গণঐক্যের কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাডভোকেট এস.এম.এ সবুর, দেশীয় চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান আজিজুল হক আক্কাস, জেলা গণঐক্যের সদস্য সচিব নূরুল ইসলাম প্রমুখ।