মেধাবী ডাক্তার রাশেদুজ্জামান বাঁচতে চায়

নিজস্ব সংবাদদাতা ॥ ডাক্তার মো. রাশেদুজ্জামান (৩০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হতে ডাক্তারি পাশ করে সেখানেই বায়োকেমিস্ট্রির লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসা সেবায় ব্রতী হয়ে যে একদিন পারতো শত শত অসুস্থ মানুষের প্রাণ বাঁচাতে আজ সে নিজেই মরণব্যাধি লিভার সিরোসিস আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। তরুণ এ চিকিৎসকের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। দিল্লীর এপোলো হাসপাতালে তার এ উন্নত চিকিৎসা বাবদ প্রয়োজন ৭০ লাখ টাকার বেশি। যা তার পিতৃহীন পরিবার ও স্বজনদের পক্ষে যোগাড় করা অসম্ভব। এ অবস্থায় তিনি সর্বস্তরের মানুষের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।

আসুন, ‘মানুষ মানুষের জন্য’ এ বাস্তবতার আলোকে সুশীল সমাজ, চিকিৎসক, শিক্ষক সম্প্রদায়, হৃদয়বান ও বিত্তবান মানুষেরা সেবার প্রতীক জাতির সম্পদ এই অসুস্থ চিকিৎসকের সুচিকিৎসায় হাত বাড়িয়ে দেই। আপনার ক্ষুদ্র সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে তরুণ ডাক্তার ও শিক্ষক মোঃ রাশেদুজ্জামানের প্রাণ।

সাহায্য পাঠানোর ঠিকানা:

হিসাব নং- ১২৭ ১০১ ১০৩৪৩
ডাচ বাংলা ব্যাংক লিঃ

ডা. মো. রাশেদুজ্জামান
পিতা মৃত- মতিয়র রহমান
মাতা- মিসেস রেবেকা সুলতানা
‘ফুলবন’ করিম কুটির
মসজিদ লেন, বরিশাল।