ভাষা আন্দোলনের ৬০ বছর পার হলেও নগরীর বেশিরভাগ স্কুলে নেই শহীদ মিনার

নিজস্ব সংবাদদাতা ॥ ভাষা আন্দোলনের ৬০ বছর পরও বরিশাল নগরীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই। অনেক শিক্ষার্থীই জানে না ২১ শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের অবদান সম্পর্কে। বরিশাল নগরীর বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন জাতীয় দিবসে বিদ্যালয় ছুটি দেওয়া হলেও দিবসগুলোর তাৎপর্য তারা জানে না। দিবসগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠান করা হলেও তাতে শেখার কিছু থাকে না। দরুণতায় নতুন প্রজন্ম জানতে পারছে না ভাষা শহীদদের ইতিহাস। ফলে দিনটিকে তারা মনে করে মহোৎসবের দিন। বুদ্ধিজীবীরা মনে করছেন, স্মৃতিস্তম্ভ দেখে শিশু-কিশোরদের মনে প্রশ্ন জাগ্রত হওয়া প্রয়োজন। তখনি তাদের জানিয়ে দিতে হবে শহীদদের ইতিহাস। ফলে প্রত্যেকটি স্কুলে একটি করে শহীদ মিনার নির্মিত করা প্রয়োজন। দেখা গেছে, নগরীর কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নগরীর উত্তর আমানতগঞ্জ এলকায় মোফাজ্জেল হোসেন খান বালিকা বিদ্যালয়, সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সহ নগরীরর অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কোন শহীদ মিনার নেই।