নিজস্ব সংবাদদাতা ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে চার দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী। বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা কাব ক্যাম্পুরী প্রশিক্ষন গত ৮ ফেব্র“য়ারি থেকে শুরু হয়েছে। আজ শুক্রবার মহাতাবু জলসা অনুষ্ঠিত হবে।
ক্যাম্পুরী পরিচালক ও উপজেলা স্কাউটসের সম্পাদক সিকদার আবু জাফর জানান, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ রুমে উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী চার দিনব্যাপী প্রশিক্ষনে অংশগ্রহন করে। স্কুলগুলোর টিম লিডাররা হলেন-দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর আহম্মেদ, দক্ষিণ চাঁদশীর আব্দুল হালিম মোল্লা, বাঘমারা বড়দুলালীর মোঃ শওকত হোসেন, তাঁরাকুপির সেলিম আহম্মেদ, চৌধুরী আবুল হোসেন স্কুলের মোঃ বাবুল হোসেন ও উত্তর রামসিদ্ধি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদার। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন স্কাউটসের লিডার ট্রেইনার কাজী আশ্রাব, সহকারি লিডার ট্রেইনার মাকছুদুর রহমান ও উড ব্যাজার ট্রেইনার বাবুল হোসেন। শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়েছে দক্ষিণ বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী পূজা দাস। আজ শুক্রবারের মহাতাবু জলসা সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে স্কাউটসের উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি থাকবেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী ও সেলিম আহম্মেদ। মহাতাবু জলসা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।