দেশে আইনশৃঙ্খলার অবনতি ভয়াবহ- খালেদা জিয়া

খোন্দকার কাওছার হোসেন ॥ রাজধানীতে সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এ হত্যাকান্ডে প্রমাণিত হলো যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। এই হত্যাকা- সরকারের দুর্বিনিত দুঃশাসনের ফল।

গত শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। তাদের হত্যাকান্ডের ঘটনায় শনিবার দুপুরে প্রেরিত এক শোকবার্তায় তিনি একথা বলেন।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ শোকবার্তায় খালেদা জিয়া এ হত্যাকা-কে কাপুরোষোচিত উল্লেখ করে এর নিন্দা জানান।

শোকবার্তায় বলা হয়, সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা আজ নাই। প্রশাসনকে আজ্ঞাবহ করার জন্যই সমাজের সর্বস্তরে সন্ত্রাসী, ডাকাত তথা সমাজবিরোধী লোকজনের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। এখন তীব্র নৈরাজ্য বিরাজমান বলেই বেআইনী অস্ত্রধারী দস্যুদের আধিপত্য কায়েম হয়েছে।

সাগর ও রুনির রুহের মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে খালেদা জিয়া বলেন, নৃশংস হত্যায় আমি গভীরভাবে শোকাভিভূত। আমি শান্তনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।

আরেক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সাংবাদিক দম্পতির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।